লোকপুর থানার ওসির মানবিক মুখ, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রকে ট্রাই সাইকেল প্রদান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বিগত মাসাধিক কাল ধরে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে লোকপুর থানা এলাকার অসহায় এবং দিন আনা দিন খাওয়া এরূপ প্রায় দেড় হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন। সম্প্রতি এলাকা পরিদর্শন কালে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ দেখেন যে একটি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র স্কুলে যাতায়াত করছে খুব অসহায় ভাবে। বেশ কয়েকদিন ধরে ছাত্রটির উপর নজর রাখেন এবং খবর নিয়ে জানতে পারেন যে ছাত্রটি স্থানীয় থানার বারাবন গ্রামের ১৪ বছর বয়সী রিয়াজুল খান।রুপুষপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। লোকপুর থানার মানবিক ওসি কালবিলম্ব না করে তার জন্য একটি হস্তচালিত সাইকেলের ব্যবস্থা করেন। রবিবার ছাত্র রিয়াজুল সহ তার বাবা বাবর হোসেন খান কে লোকপুর থানায় ডেকে পাঠানো হয়।এদিন অনাড়ম্বর ভাবে সাইকেলটি তার হাতে তুলে দিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ ও সত্যেন্দ্রনাথ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আইনুস খান সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়াররা। ট্রাই সাইকেল পেয়ে স্বভাবতই খুশি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র রিয়াজুল তার বাবা সহ বাড়ীর লোকজনেরা।বড়বাবুর এহেন মানবিক কাজে স্বভাবতই খুশি রিয়াজুলের প্রতিবেশী সহ গ্রামের লোকজন।