লোকসভা নির্বাচনের আগে আগাম বিজয় উৎসব ভাতারের ওড়গ্রামে।

Spread the love

লোকসভা নির্বাচনের আগে আগাম বিজয় উৎসব ভাতারের ওড়গ্রামে।

সেখ মিলন (ভাতার, পূর্ব বর্ধমান) তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ভাতারের ওড়গ্রামে। পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে শনিবার বিকালে ভাতারের ওড়গ্রামে একটি মহা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ওড়গ্রাম অঞ্চল তৃণমূল কার্যালয় থেকে বের হয়ে গোটা ওঢ়গ্রাম বাজার পরিক্রমা করে। মিছিল শেষে ওড়গ্ৰাম হাটতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয় । পথসভা থেকে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ,সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল, অঞ্চল সভাপতি বাসুদেব রায়, তৃণমূল নেতা মিলন কুমার বিষ্ণু, বুলু মিয়া, মীর নজরুল, অঞ্চল যুব তৃণমূলের সভাপতি তনজ ঘোষ সহ অসংখ্য তৃণমূল কর্মীরা। সাহেবগঞ্জ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পালের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু’নম্বর অঞ্চল থেকে বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবেন। এদিন মহিলা তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল নজরকাড়া। সাহেবগঞ্জ দু’নম্বর অঞ্চলের বিভিন্ন বুথের শয়ে শয়ে তৃণমূল কর্মীরা এই মহা মিছিলে পা মিলিয়েছেন । সবমিলিয়ে হাজার হাজার খানেকের বেশি কর্মী সমর্থক এই মিছিলে উপস্থিত ছিলেন। মিছিল শুরু আগেই কর্মীরা সবুজ আবির মেখে আগাম বিজয় উৎসব পালন করলেন। অন্যদিকে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ বলেন, মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন বাস্তবে তা করে দেখান। তাই বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন । ২০২১ সালের নির্বাচনে বিজেপি বলেছিল বাংলা থেকে ২০০ টি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। কিন্তু বিগত দিনের প্রতিটি নির্বাচনে বাংলার মানুষ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিকে দূরে সরিয়ে ২০০ টির বেশি আসন দিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। তাই আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে। জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *