সঞ্জয় হালদার,
আজ 16ই মার্চ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ,পুরুলিয়া শহরের GEL চার্চ ময়দানে অনুষ্ঠিত হলো পুরুলিয়া লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সাংগঠনিক সভা। এই সভায় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া তার বক্তব্যে জানান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তার কার্যকালের গোটা সময়টা দিল্লিতেই কাটিয়েছেন, তিনি পুরুলিয়াতে মানুষের সুখ দুঃখের কথা জানতে, মানুষকে সাহায্য করতে কখনো আসেননি, কেউ তাকে কিছু জিজ্ঞেস করলে বলেন একজন সাংসদের কাজ সংসদ ভবনে আইন বানানো, তাই তিনি দিল্লিতে থাকেন। আজ মানুষ বুঝতে পেরেছেন বিগত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কে বিজয়ী করে পুরুলিয়ার মানুষের কোন লাভ হয়নি, তারা পুরুলিয়া কে পিছিয়ে দিয়েছেন। কেন্দ্রের চরম অসহযোগিতায় পুরুলিয়ার মানুষের দুরবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় পুরুলিয়ার মানুষের দুঃসময় পাশে না থাকলে মানুষের কষ্ট আরো বাড়তো। মাননীয়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জন্য দলের প্রার্থী হিসেবে জননেতা শান্তিরাম মাহাতোর নাম ঘোষণা করেছেন। শান্তিরামবাবুর মত অভিজ্ঞ জননেতাকে প্রার্থী করায় বিজেপির পরাজয় সুনিশ্চিত জেনে বিদায়ী সাংসদ এখন মন গড়ান নাটক করছেন। হুরা ব্লকের কলাবনি পঞ্চায়েতের বিজেপির মেম্বারসহ ওই পঞ্চায়েতের দেশড়া অঞ্চলের বিজেপির গোটা কমিটি তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য লিখিতভাবে আবেদন করে। এতে বিজেপির সাংসদ নাটক শুরু করেন বিগত শুক্রবার রাতে পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির প্রার্থীর হেফাজতে চলে যান, এবং তিনি কু মতলবে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সাংবাদিক সম্মেলন করে অপহরণের গল্প তৈরি করেন। পুলিশ প্রশাসনের তৎপরতায় সাংসদ বাধ্য হন নিজের হেফাজতে থাকা ওই পঞ্চায়েত সদস্যা সহ দম্পতিকে নিজের সিকিউরিটি রুম থেকে বার করে সংবাদ মাধ্যমের সামনে হাজির করেন। ওই দম্পতি তার হেফাজতে থাকার ঘটনার সময়ও তিনি পুলিশকে কোন খবর দেননি, পুলিশকে আড়াল করে তিনি আইন ভঙ্গ করেছেন। তার নাটক ধরা পড়ে গেছে। তিনি জানান বিগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া লোকসভা এলাকায় লোকসভা এলাকায় প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপি 1 লক্ষ 70 হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে পিছিয়ে আছে। এই লোকসভা নির্বাচনে বিজেপির বিদায়ী সাংসদকে বিদায়ী সাংসদকে পুরুলিয়া লোকসভার মানুষ 2 লক্ষের বেশি ভোটে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতোকে বিজয়ী করবেন। এদিন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় ব্যানার্জি জানান পুরুলিয়ার সাংসদ এতটাই দক্ষ যে নিজের বুথে নিজের দলকে জেতাতে পারেন না। নিজের পঞ্চায়েতে বিজেপির একজনকেও জেতাতে পারেন না। নিজের পঞ্চায়েত সমিতিতে বিজেপিকে জেতাতে পারেন না, জেলা পরিষদের মাত্র একজন সদস্যের জিত কে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। বিজেপির জেলা সভাপতি কেও জেলা পরিষদের নির্বাচনে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি। তিনি সাধারণ মানুষের সাথে কোন সম্পর্ক রাখেন না। পুরুলিয়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন দলের সমস্ত কর্মী নেতা ঐক্যবদ্ধ, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে , প্রার্থী যেই হোন ব্যক্তি নয় দলটাই বড় দলকে জেতাতে ,মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটেএই নির্বাচনে জয়ী করতেই হবে। বিগত পাঁচ বছরে বিজেপি কোন কাজ করেনি, তারা মানুষের পাশে দাঁড়ান নি, তাই পুরুলিয়া লোকসভার ভোটাররা বিজেপির বিদায়ী সাংসদকে এবং তার দলকে বর্জন করবেন।
এই দিন বক্তব্য রাখেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিধায়ক সুশান্ত মাহাতো, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটির রাজ্য সম্পাদক স্বপন কুমার বেলথরিয়া,তৃণমূল শ্রমিক সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, পুরুলিয়া জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী সুমিতা সিংহ মল্ল সহ বিভিন্ন নেতৃত্ব। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেঘদুত মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি বিষ্ণু চন্দ্র পাল, পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য, পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারী, পুরুলিয়া জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মানিক মিশ্র, পুরুলিয়া জেলা তৃণমূল বঙ্গ জননীর সভানেত্রী নিয়তি মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি সুষেন মাঝি এবং রথীন্দ্রনাথ মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল এস সি এবং ওবিসি সেলের সভা নেত্রী মীরা বাউড়ী, তৃণমূল কৃষক এবং মজদুর সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি প্রসেনজিৎ মাহাতো, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, ঝালদা পৌরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়াল, পুরুলিয়া জেলা তৃণমূল এসটি সেলের সভাপতি কলেন্দ্রনাথ মান্ডি, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হলধর মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম এবং কো মেন্টর জয় ব্যানার্জি, পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল মাইনোরিটি সেলের সাধারণ সম্পাদক শেখ রহিমামিম, পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদিকা নমিতা সিং মুড়া, পুরুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দী সহ বিভিন্ন জনপ্রতিনিধি, জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতৃত্ব, আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল সহ সমস্ত শাখা সংগঠনের সমস্ত স্তরের নেতৃত্ব, সহ বিভিন্ন নেতা-নেত্রী এবং কর্মীরা।