পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব ও জাদুঘরের প্রথম পরিচালক প্রয়াত পরেশ চন্দ্র দাশগুপ্তের জন্মশতবার্ষিকীর স্মরণে এবং “শতোবর্ষের আলোকে পরেশ চন্দ্র দাশগুপ্ত” বই উন্মোচন তার কর্মজীবনে অসংখ্য প্রত্নতাত্ত্বিক মাইলফলক ব্যাখ্যা করে।রোটারি সদন 21শে সেপ্টেম্বর 2024 শনিবার।প্রধান অতিথি দুর্গা বসু প্রাক্তন এইচ.ও.ডি প্রত্নতত্ত্ব বিভাগ,কলকাতা বিশ্ববিদ্যালয়,বিশেষ অতিথি ডঃ গৌতম সেনগুপ্ত,ডব্লিউবি বিভাগের প্রাক্তন পরিচালক প্রত্নতত্ত্ব ও জাদুঘর এবং ভারতীয় প্রত্নতত্ত্ব সার্ভে মহাপরিচালক।
শ্রী জওহর সরকার প্রাক্তন রাজ্য-সভা সদস্য,প্রাক্তন আই.এ.এস অফিসার,
আহবায়ক – বাংলার পুরাতত্ত্ব গবেশনা কেন্দ্র
এবং প্রয়াত পরেশ চন্দ্র দাশগুপ্তের পরিবার. কোলকাতা থেকে শুভ ঘোষ রিপোর্ট
শতবর্ষের আলোকে পরেশ চন্দ্র দাশগুপ্ত এর বই প্রকাশ
