শতবর্ষে ‘মৈমনসিংহ গীতিকা’ উপলক্ষে ‘দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা’ ও ‘দীনেশচন্দ্র বিশেষ সম্মাননা’ – ২০২৪ অর্পণ অনুষ্ঠান-

Spread the love

শতবর্ষে ‘মৈমনসিংহ গীতিকা’ উপলক্ষে ‘দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা’ ও ‘দীনেশচন্দ্র বিশেষ সম্মাননা’ – ২০২৪ অর্পণ অনুষ্ঠান-

বোলপুর, নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বোলপুরে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’, ভারত এর আয়োজনে ‘দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা’ ও ‘দীনেশচন্দ্র বিশেষ সম্মাননা’ ২০২৪ অর্পণ অনুষ্ঠান হয় মারোয়াড়ি ভবনে।
‘অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক অমল পাল ৷ বিশেষ অতিথি ছিলেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মাঙ্গিলাল তাপারিয়া ও ইলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেওয়াশী প্রমুখ ৷
‘দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা’ ২০২৪ পেলেন প্রাবন্ধিক দীপক কুমার মৃধা , বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানবিদ অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক নন্দলাল বাউড়ি, গবেষক শ্যামচাঁদ বাগদি ও রাঁচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.গৌতম মুখোপাধ্যায় ৷
‘দীনেশচন্দ্র বিশেষ সম্মাননা’ ২০২৪ পেলেন বিশ্বভারতীর পুঁথিশালার আধিকারিক ড.অনুপ কুমার সাঁতরা, সাহিত্যিক নন্দলাল বাউড়ি, সাহিত্যিক শ্যামচাঁদ বাগদি, লেখক কুমারেশ সরদার, প্রকাশক প্রাণকৃষ্ণ মাজী , লেখক, ‘রাঢ়ভাবনা’ পত্রিকার সম্পাদক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অধ্যাপক ড. গৌতম মুখোপাধ্যায় ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সুপারেনটেনডেন্ট গোপাল দাস ৷
উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক বিমল কুমার থান্দার ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেছেন ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *