‘শব্দের ঝংকার’ পত্রিকার ৪৫ বছর পুর্তি ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান
নুরুল ইসলাম খান
রোববার শব্দের ঝংকার পত্রিকার ৪৫ বছর পুর্তি ও দ্বিতীয় সংখ্যা প্রকাশ অনুষ্ঠান হলো
কৃঞ্চপদ ঘোষ হলে। সদ্য প্রয়াত সম্পাদক সুনীল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি প্রয়াত সাহিত্য সহ যোদ্ধাদেরও শ্রদ্ধার সহিত স্মরন করা হয়। মন্দিরা মুখার্জির রবীন্দ্র সংগীত দিয়ে সভার সূচনা করা হয়। অনুস্ঠানের
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভাষাবিদ ও সাহিত্যিক ড. পবিত্র সরকার । তিনি পত্রিকার মোড়ক উন্মোচন করেন।এছাড়া কবি দেবলা বাউলিয়া , সোমা নায়ক সহ অনেকের পুস্তক প্রকাশ পায়।
পত্রিকার সভাপতি নব গোপাল চৌধুরী,ড. সমরেন্দ্রনাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান, সংযুক্ত সম্পাদক স্বপন পাল ও কবি ও সাংবাদিক গালিব ইসলামরা মঞ্চ আলোকিত করেন। পবিত্র সরকার বলেন শব্দের ঝংকার’ পত্রিকার সম্পাদক সুনীল মুখোপাধ্যায় কে শ্রদ্ধা জানাচ্ছি।এই রকম একটি কঠিন সময়ে এই পত্রিকা ৪৬ বছর প্রকাশ মানে অত্যন্ত গর্বের বিষয়। সাহিত্য জগতের আঁতুরঘর হলো এই সমস্ত পত্রিকা।আসলে লিটল ম্যাগাজিন একটি বিপ্লব বা সংগ্ৰামের যে নাম পবিত্র সরকার সে কথাই বলেছেন। বিশিষ্ট জনপ্রিয় কবি সুবোধ সরকার আসতে না পেরে একটি সুভেচ্ছা বার্তা পাঠিয়ে পত্রিকার দীর্ঘায়ু কামনা করেছেন। এবছর পত্রিকার তরফে শিক্ষীকা সাহানারা খাতুন,মৌন মুখর এর সম্পাদক সন্দীপ রায় ও কবি দেবকুমার মুখোপাধ্যায়কে সংগঠনের পক্ষে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্বপ্না মুখার্জি, শেফালী দেব নাথ, শুভাশীষ চ্যাটার্জী, দীলিপ কংসবনিক, ক্ষমা কংসবনিক,সোমা নায়ক, মিতালি মুখার্জী, অনিন্দিতা মুখার্জি,কাকলি গুপ্ত,প্রিয়াঙ্কা মুখার্জী সহ অনেকেই স্বরচিত কবিতা পাঠ করেন।হাওড়া প্রেস ক্লাবের সম্পাদক সুজিত পাল, লোপা মুখার্জী,সুবির সরকার ও আহেরি দাস কাব্যপাঠে অংশগ্রহণ করেছিলেন।
এদিন জেলার বহু দূর দূরান্ত থেকে ৯০ জন কবি, শিল্পী , সম্পাদক এবং লেখকরা উপস্থিত হয়েছিলেন। সংবর্ধিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তৃতা করেন। অনুস্ঠানে
আলোচনা, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন সভাকে সমৃদ্ধ করেছিল।ঝুনু ভৌমিক, অন্তরা কর্মকার,
রবীন ব্যানার্জী,দানি মুখোপাধ্যায়, প্রতীক চক্রবর্তী,পিংকি বিশ্বাস,সমতা রায় কেকা রায়চৌধুরী,
শ্যামলী রায়,রীতা চক্রবর্তী, ছাড়াও অসংখ্য সাহিত্য যোদ্ধারা সাহিত্য আডডাকে ঋদ্ধ করেন। অতিথিদের মূল্যবান মেমেন্টো ও উত্তরীয় প্রদান করা হয়।