শরতের আঙিনায় দেবীর আগমন
সুপর্ণা বিশ্বাস (বজবজ)
শরৎ এনেছে নতুন ভোর,
পাখিদের কলকাকলিতে মত্ত প্রকৃতি।
নিঃঝুম গম্ভীর রাত কেটে ধীরে ধীরে পূর্বাকাশে সুয্যি মামার উঁকি।
কচি কলাপাতার ন্যায় কোমল রোদের হাতছানি,
কোমল সকালের আগমন দেবী বন্দনার সাজে।
শিউলির গন্ধ ভাসছে রোদ আঙিনায়,
প্রকৃতি পেয়েছে নতুন বোধের অহং।
ভরেছে সবুজ মাঠ কাশ ফুলেতে,
আলসেমি ভাঙ্গা রোদ্দুর খেলা করে প্রান্তর জুড়ে।
শিশির ভেজা ঘাস,
শিউলির সুবাসে মগ্ন চারিপাশ।
ঢেকেছে আকাশ পেঁজা তুলোর ন্যায় মেঘে,
মর্ত্যে আসছেন দেবী নতুন রূপে নতুন সাজে।
অনুভূতিরা আশকারা পায়,
বিবাগী মনটা আজ নিরুদ্দেশের পথে।।