শরতের রবি
মমতা শঙ্কর সিনহা পালধী (নিউ ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগণা)
শরত এসেছে–হৃদয়ে লেগেছে
আগমনীর আগমনের দোলা।
তরুর শাখায় বিহঙ্গের গান,ভ্রমরের গুঞ্জনে পুলক জেগেছে প্রাণে।
শিউলি ফুটেছে,টগর হেসেছে,
সরবরে পদ্মের সুশোভিত সমারহ
উঠেছে ভেসে।
মাধবী,মালতী,বেলি যুথিকারা
ফুটেছে পথের বাঁকে বাঁকে।
শারদ আকাশে উড়ন্ত বকের ন্যায় বিরজিত পেঁজাতুলো মেঘের ভাসমান রূপ,সুদূর প্রান্তরে কাশের মালঞ্চ, ঢাকের বাদ্যি,নদীর চরে শালিকের উড়ন্ত শোভা আজও বহন করে আনে আগমনীর আগমন বার্তা।
সবুজ দুর্বাদল শরতের শিশিরের ছোঁয়ায় প্রাণবন্ত যুবতীর রূপ ধারে–সুশীতল হাওয়া বয় ধানক্ষেতের উপর দিয়ে।
যেদিকে তাকাই দেখিবার পাই
শরতের সোনার ছবি,
পূর্বদিকে দেখি লাল রং মাখি
ওঠে শরতের রবি।