শরশয্যায়

Spread the love

শরশয্যায়


বিভাগ–গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –২২/১০/২০২৪

যুগান্তের পারেও তোমাকে দেখেছি অবাক চোখে
শায়িত রয়েছো একাকী বাণবিদ্ধ হ’য়ে মাটির বুকে
গান্ডীব হাতে শিয়রে দাঁড়িয়ে মহাবীর শ্রী অর্জুন
সেই দ্বাপরের ধর্মযুদ্ধের স্মৃতি-আখ্যান ,মূর্তি রূপে।

ইমারত ঘেরা পাথুরে মেঝেয় দুই শ্রেষ্ঠত্ব খুব কাছে
জলে সে মূর্তির ছায়া থির ভীষ্ম -কুন্ডের কোলে
জীবন্ত চিত্র তুলে ধরে ওই মহাভারতের কাহিনির
দেখে মনে পড়ে –ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মূর্ত রূপ।

আড়ালে অদৃশ্য যুদ্ধের নায়ক শ্রীকৃষ্ণ বাসুদেব
পাঞ্চজন্য হাতে ,সারথি হয়েছেন অর্জুনের রথের ,
উপদেশামৃত পান করছে সকল ভাগ্যবান সুখে
শ্রীকৃষ্ণের মুখে অমৃত বাণী জীবের সহায় সম্পদ।

কুরুক্ষেত্র ,
২২/১০/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *