শর্ট পিচ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী গুসকরা একাদশ ক্লাব
সেখ রাজু,
একদিন ব্যাপী শর্ট পিচ ক্রিকেট প্রতিযোগিতায় জয়লাভ করল গুসকরা একাদশ ক্লাব । মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং আমডোব বাসস্ট্যান্ড ড্রিম ইলেভেনের পরিচালনায় এদিনের খেলায় আটটি দল অংশগ্রহণ করে । সপ্তম তম বর্ষে চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতায় মুখোমুখি হয় ভাতার একাদশ ক্লাব এবং গুসকরা একাদশ ক্লাব । গুসকরা একাদশ ক্লাবের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৮৮ রান হয় । বিপক্ষে ভাতার একাদশ ক্লাবের দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে 29 রান হয় । সেরা খেলোয়াড় নির্বাচিত হন গুসকরা একাদশ ক্লাবের রমেশ মাহাতো ।
শীতের প্রকোপ শেষে এবং উষ্ণ রোদে যুবসমাজ যাতে মাঠমুখী হয় সেই লক্ষ্যে লাখুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে এই খেলায় দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো । পূর্ব বর্ধমান জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকেও অসংখ্য খেলোয়াড় আজকের খেলায় অংশগ্রহণ করে । ফাইনালে জয়ী দলকে নগদ অর্থ এবং ট্রফি ও রানার্স দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন লাখুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মফিজুল । তিনি জানান বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে আজকের এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । বর্তমান যুবসমাজ মোবাইল মুখী বেশি হয়ে পড়েছে । তাদেরকে পুনরায় মাঠ মুখি করার লক্ষ্যেই এই উদ্যোগ । খেলা একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটায় ঠিক তেমনি মানসিক পরিবর্তন ঘটায় । তাই সকল যুব সমাজের কাছে আবেদন তারা মাঠে এসে খেলার প্রতি আগ্রহ বাড়াক।
আমডোব বাসস্ট্যান্ড ড্রিম ইলেভেনের এর সম্পাদক রহমতুল্লাহ শেখ, সদস্য আনোয়ার শেখ প্রমুখরা জানান এবারে সপ্তম বর্ষে পা দিল আমাদের এই প্রতিযোগিতা । প্রতিবছরই এলাকার সকলের উপস্থিতিতে এই খেলার আয়োজন করে থাকি । সমগ্র খেলা জুড়ে নতুন যুবদের উৎসাহ আমাদেরকে আপ্লুত করে ।