শশুর বাড়িতে পুজো দেখতে এসে জামাইয়ের মৃত্যু মেমারিতে
আনোয়ার আলি, মেমারি, ১৯ মে
মেমারিতে পুজো দেখতে এসে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারি গন্তারের চন্ডি মায়ের পুজো দেখতে শশুরবাড়ি এসেছিলো স্নেহাংশু দাস। হুগলী জেলার বৈদ্যবাটী নিবাসী স্নেহাংশু দাস শনিবার রাতে গন্তার চন্ডিতলা থেকে মেলা দেখে ফেরার সময় পার্শবর্তী রাস্তার ধারে একটি মাটি দেওয়াল তার উপর ভেঙে পরে। স্থানীয় সূত্রে জানা যায় মাটির দেওয়ালে অর্ধেক ইটের গাঁথানি থাকায় ভেঙে পরার সময় বিকট আওয়াজে পরিবারের লোকজন ছুটে এসে দেখে দেওয়াল চাপা পরে আছে জামাই ।
স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে তড়িঘরি উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে রাত প্রায় ১১-৩০ নাগাদ। মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করে। জানা যায় মৃত স্নেহাংশু দাসের বয়স আনুমানিক ৫১ বছর। বাড়ি হুগলী জেলার বৈদ্যবাটী । তিনি একটি বেসরকারি ল্যাবের কর্মী ছিলেন তার স্ত্রী অঙ্গনারি স্কুলের কর্মী। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
