শহর জুড়ে দুইটি সংস্থার রথযাত্রা
সেখ সামসুদ্দিন, ৭ জুলাইঃ মেমারি শহর রথযাত্রা উৎসব কমিটি ও মেমারি গান্ধর্ব নৃত্যকুঞ্জ দুই সংস্থার পক্ষ থেকে পৃথক ভাবে রথযাত্রা করা হয়। মেমারি স্টেশন বাজার এলাকা থেকে গান্ধর্ব নৃত্য কুঞ্জের পক্ষে জয়ন্তী মোদকের পরিচালনায় সংস্থার ছাত্র-ছাত্রীদের নৃত্য সহযোগে রথযাত্রা করা হয় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে একটা করে রোড শো করা হয় এবং গোটা মেমারি শহর প্রদক্ষিণ করে স্টেশন বাজারে এই রথযাত্রা শেষ হবে বলে জানান জয়ন্তী মোদক। অপরদিকে মেমারি রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে মায়ের কোলপাড়া হতে রথযাত্রার সূচনা করে বামুনপাড়া মোড় স্টেশন বাজার সোনাপটি হসপিটাল মোড় হয়ে মায়েরকোল পাড়ায় মাসির বাড়িতে রথ থামবে। রথযাত্রা কমিটির সভাপতি তথা মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী জানান ১৬ তারিখে উল্টো রথের দিন পর্যন্ত ওই এলাকায় মেলা চলবে এবং সকাল সন্ধ্যা নিত্য পুজো ও বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হবে। মেমারি শহরের মানুষ পরপর দুটি রথের শোভাযাত্রা দর্শন করেন ও রথের দড়ি টেনে পূণ্য অর্জন করেন।