শহীদ তিন সাংবাদিকের নামে প্রেসক্লাব যশোরে ৩টি পৃথক মিলনায়তনের নামকরণ
কাজী নূর।। তিন শহীদ সাংবাদিক গোলাম মাজেদ, আর এম সাইফুল আলম মুকুল এবং শামছুর রহমান কেবলের নামে ‘প্রেসক্লাব যশোর’ এ তিনটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে। ২৯ অক্টোবর রবিবার সকালে ফিতা কেটে মিলনায়তনগুলোর উদ্বোধন করেন শহীদ সাংবাদিক পরিবারের সদস্যরা।
প্রেসক্লাব যশোর ভবনের এক নম্বর মিলনায়তন শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তন, দুই নম্বর মিলনায়তন শহীদ শামছুর রহমান কেবল ও দ্বিতীয় তলার ভিআইপি মিলনায়তন শহীদ গোলাম মাজেদের নামে নামকরণের ফলক উন্মোচন করেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ। এ সময় অনুভূতি ব্যক্ত করেন শহীদ সাংবাদিক গোলাম মাজেদের ছেলে কবীরুল আলম দীপু, আর এম সাইফুল আলমের স্ত্রী হাফিজা আক্তার শিরীন ও সাংবাদিক শামছুর রহমান কেবলের ভাই সাজেদুর রহমান বকুল। উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের মা খাইরুন্নেছাসহ পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় শহীদ সাংবাদিক পরিবারের সদস্যরা বলেন, শহীদ সাংবাদিকদের হত্যার বিচার না পেলেও, তাদের মূল্যায়ন হয়েছে। তাদের পরিবারের সদস্যরা অন্তত এটুকু ভেবে স্বান্তনা পাবেন যে, শহীদ সাংবাদিকদের প্রেসক্লাব যশোর স্বীকৃতি দিয়েছে। এ কারণে তারা প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেসক্লাব যশোর নেতৃবৃন্দ তাদের পাশে থাকার আশ্বাস দেন। নেতৃবৃন্দ বলেন, প্রাথমিকভাবে তিনটি মিলনায়তনের ফলক উন্মোচন হয়েছে। আগামীতে শহীদ সাংবাদিকবৃন্দের ছবিসহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত ফলকের সাথে সংযুক্ত করা হবে।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সহ- সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, নূর ইসলাম, যুগ্ম- সম্পাদক সরোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদ জয়, ফিরোজ গাজী, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাবু মনোতোষ বসু, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ. যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাবু গোপীনাথ দাস, সাবেক সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুলসহ সাংবাদিকবৃন্দ।