শহীদ স্মরণ জামালপুরে

Spread the love

সেখ সামসুদ্দিন, ১৪ সেপ্টেম্বরঃ শহীদরা অমর থাকে তাদের কাজের মাধ্যমে। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার আগেই ২০০৮ ও ২০১০ সালে পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুরের উত্তম ভুল, ঈশায়াক মল্লিক ও পঞ্চুগোপাল রুইদাস সিপিআইএমের হাতে খুন হন। তৃণমূল পার্টির জন্য তাঁরা শহীদ হন। অনেক লড়াই সংগ্রামের পর দল ক্ষমতায় আসার পর এই শহীদদের স্বীকৃতি দিয়েছে। অমরপুরে তাঁদের স্মৃতির উদ্দেশ্যে একটি শহীদ বেদী বানানো হয়। প্রতিবছর আজকের দিনে সেখানে গিয়ে শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। আজ সেখানে তাঁদের সম্মান ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন জামালপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, বিধায়ক অলোক মাঝি, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, শ্রমিক নেতা তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সাহাবুদ্দিন শেখ সহ স্থানীয় নেতৃত্বরা ও শহীদ পরিবারের সদস্যরা। মেহেমুদ খান বলেন শহীদদের অবদান কখনোই ভোলা যাবে না। তাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ তাঁদেরই করতে হবে বলে তিনি জানান। তার সাথে এটাও বলেন দল ক্ষমতায় এসে এই পরিবারগুলোকে ভোলেনি। প্রতিটি পরিবারকেই চাকরি দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রী সহ মেহেমুদ খানকে ধন্যবাদ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *