খায়রুল আনাম,
বীরভূম : রাঢ়বঙ্গের সর্ববৃহৎ আদিবাসী সমাজের বড় পরব বাহা পরব বসন্তোৎসবের দিন উদযাপিত হচ্ছে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যৌথ উদ্যোগে বসন্ত বরণেরল মাধ্যমে বর্ষ বরণ উদযাপন। বোলপুরের তাতারপুরে স্বাধীন ট্রাস্ট চত্ত্বরে এই উৎসব পালিত হচ্ছে। আয়োজকদের পক্ষে ড. মলয় পীট জানান, আদিবাসী লোকজীবন ও সংস্কৃতিকে ধরে রাখতেই তাদের এই প্রয়াস।