খায়রুল আনাম ,
বীরভূম : চিরাচরিত প্রথা মেনে এবারও শান্তিনিকেতনে হচ্ছে না বসন্তোৎসব । শুক্রবার ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় আলোচনায় বসে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার বসন্তোৎসবের দিন ১৪ মার্চের পরিবর্তে ১০ মার্চ বসন্ত বন্দনা হবে শান্তিনিকেতনে। পরদিন ১১ মার্চ শান্তিনিকেতনে ঘরোয়াভাবে হবে বসন্তোৎসব। সেখানে বহিরাগতদের প্রবেশাধিকার থাকবে না। বিশ্বভারতীর ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী ও অন্যান্য কর্মীদের সঙ্গে প্রাক্তনী এবং আশ্রমিকদের নিয়ে হবে ঘরোয়াভাবে বসন্তোৎসব।