খায়রুল আনাম,
বীরভূম : ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষমেলায় অভিনব প্রয়াস নিয়ে হাজির হয়েছেন বোলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দন মণ্ডল। এলাকার প্রান্তিক শ্রেণির শিশুদের সান্তাক্রজ টুপিতে সাজিয়ে তিনি তাঁদের নিয়ে হাজির হয়েছেন পৌষমেলা। এইসব শিশুরা এরফলে পৌষমেলার আনন্দ উপভোগ করার সুযোগ যেমন পাচ্ছে, এই ‘যীশুদের’ দেখে তৃপ্ত সকলেই।