খায়রুল আনাম,
বীরভূম : এবারের ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলায় রাজ্য সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহরোধে বিশেষ কর্মসূচি নিয়ে প্রচার শুরু হয়েছে। এখানে শিশু বান্ধব কর্নার তৈরী করে ‘এসো খেলি মজা করি’ প্রচারের মধ্যে দিয়ে সচেতনতা বাড়াবার কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার ৭ পৌষ এর উদ্বোধন করেন জেলাশাসক বিধান রায়। তিনি বলেন, বাল্যবিবাহরোধ মানে শুধুমাত্র বালিকা নয়, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কোনও ছেলেরও বিয়ে দেওয়া যে আইনী অপরাধ তা তারা সকলকে স্মরণ করিয়ে দিতে চাইছেন।