শান্তিনিকেতন পৌষ মেলায় বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের স্টল থেকে সহায়তা প্রদান

Spread the love

শান্তিনিকেতন পৌষ মেলায় বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের স্টল থেকে সহায়তা প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
শান্তিনিকেতন পৌষ মেলা উপলক্ষে জেলার পাশাপাশি বহু দেশ বিদেশের মানুষের ও সমাগম ঘটে। মেলায় বিভিন্ন দোকানের সম্ভার, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক সহ অন্যান্য সংগঠনের স্টল বসে। সেরূপ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও দেওয়া হয় স্টল। মেলায় ঘুরতে আসা মানুষের পাশাপাশি আইনি সমস্যা জনিত কারণে অনেকেই স্টলে যোগাযোগ করেন।পশ্চিমবঙ্গ রাজ্য আইনী পরিষেবা কতৃপক্ষের তত্ত্ববধানে বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে স্টল থেকে বিনামূল্যে আইনী পরিষেবা ও সচেতনতামূলক প্রচার চলানো হয় মেলার কয়দিন যাবৎ।
বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের পর্যবেক্ষণে মেলার চারদিন ধরেই এই আইনী পরিষেবা স্টলে ছিল মানুষের আনাগোনা। সেই প্রেক্ষিতে মেলাতে আসা সাধারন মানুষ তাদের আইনী সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলেন। আদালতের মহামান্য বিচারক, আইনজীবি ও পার্শ্ব আইনী সহায়ক, আইনের ছাত্র-ছাত্রীদের সাথে। আইনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যের পাশাপাশি সচেতনতামূলক নাটকের ও আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির ডেপুটি রেজিষ্ট্রার – বিচারক দিব্যেন্দু নাথ। স্টলের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বীরভূমের জেলা জজ তথা জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের চেয়ারম্যান আরতী শর্মা রায়, অতিরিক্ত জেলা জজ ( পকসো কোর্ট ) সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়, বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা আইনী পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারক উমেশ সিং, অতিরিক্ত জেলা জজ অনুপম মাইতি, বোলপুর আদালতের এসিজেওএম স্মমরজিৎ রায়, জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচরক নিরুপমা দাস ভৌমিক, সিবিআই আদালতের বিচারক ( অবসর প্রাপ্ত) জৌর্তিময় রায়,বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, মহম্মদ কায়েস, মহিউদ্দীন আহমেদ সহ অনান্য বিচারক ,আইনজীবি ও আইনের ছাত্র- ছাত্রীরা।
আইনী পরিষেবা দফতরের তরফে পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, এই মেলার স্টল থেকে মোট ৩৭০ জনকে আইনী পরামর্শ দান, একটি নিঁখোজ শিশুকে পুলিশের সাহায্যে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া, মেলার স্টল থেকে মোট ১৩ টি সমস্যার সমাধান ও করা হয়েছে। তাছাড়াও কিছু অভিযোগ গৃহীত হয়েছে সেগুলি আগামীতে মেলার পর থানা বা দফতরের অফিসে ডেকে আইনী সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *