শান্তিনিকেতন মেডিকেল কলেজের উদ্যোগে আজ পজিটিভ বার্তা পৌঁছে দেয়ার জন্য সংবাদ মাধ্যমদের নিয়ে বিশেষ বৈঠক।
আমিরুল ইসলাম,
রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে পজিটিভ বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মূল উদ্দেশ্য হলো সমাজে পজেটিভ বার্তা পৌঁছে দেবার লক্ষ্যে আগামী ৬ই আগস্ট থেকে যাত্রা শুরু করতে চলেছে পজেটিভ বার্তা। তারই প্রাক্কালে কলকাতার প্রখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা “বিবেক” এর সহযোগিতাই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পীট বলেন, “আমরা রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদমাধ্যমের বন্ধুদের সঙ্গে নিয়ে বিভিন্ন সদর্থক বার্তা সংগ্রহ এবং সম্প্রচার করবার উদ্যোগ নিয়েছি। এতে ছাত্রছাত্রীরা যেমন সঠিক দিশা পাবে সেভাবেই রাজ্যে একটি শিল্প বান্ধব পরিবেশ ও প্রচুর কর্মসংস্থানের সুযোগ গড়ে তোলা সম্ভব হবে।”
এই অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায়, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ গৌতম নারায়ণ সরকার, অধ্যাপক ডাঃ সমীর কুমার হাজরা সহ অন্যান্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
।