একটু রক্ত মুমূর্ষু মানুষকে জীবনদান করতে পারে। রক্তদান সেরা উপহার। দুর্গা পুজোর আগে সেই উপহার দিলেন West Bengal NSQF Vocational Trainers’ Association – এর সদস্যরা। উৎসবের মরশুমে চিকিৎসা পরিষেবায় ও রোগীর প্রাণ বাঁচাতে রক্তের কোন অভাব যেন না হয় সেদিকে লক্ষ্য রেখেই আজ সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রতদান শিবিরের আয়োজন করা হয়। West Bengal NSQF Vocational Trainers’ Association – এর উদ্যোগে ও শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের সহযোগিতায় এই রক্ত দান শিবিরে ৩২জন রক্ত দান করেন।
বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।