শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী স্থাপনের লক্ষ্যে গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতির উদ্যোগে আলোচনা সভা, উপস্থিত ডক্টর মলয় পিট।
বোলপুরে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী স্থাপনের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির হলঘরে আলোচনা সভা।
এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ডক্টর মলয় পিট।
তিনি পাঁচ হাজার মহিলাদের স্বনির্ভর করতে বোলপুরে খুব শীগ্রই করতে চলেছেন শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী।
যেখানে মহিলা দ্বারা পরিচালিত সমস্ত কাজ হবে।
300 টি ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যেখানে সকলেই থাকবেন মহিলা। তৈরি করা হবে একটি হসপিটাল, সেখানে সবই মহিলা দ্বারা পরিচালিত হবে। লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করতে হবে।
সেই লক্ষ্যে আজ গোবিন্দপুর শেফালী সমাজ সেবা সমিতির উদ্যোগে প্রায় ৫০০ জন মহিলাদেরকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলকোটের গোবিন্দপুরে।
ডঃ মলয় পিট জানান যে, মহিলাদের স্বনির্ভর করতে গড়ে তোলা হচ্ছে এই স্বাস্থ্য উপনগরী ।
যে সমস্ত মহিলারা আগ্রহী আছেন তারা আমাদের google মিটে যে মিটিং হয় তাতে যুক্ত হন আর আপনাদের মতামত জানান, মিটিং হয় প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সাহায্যে এই কর্মসূচি বাস্তবে রূপ দিব।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।