আগামী সোমবার ঈদুল আযহা কুরবানীর এই ঈদ পূর্বের ন্যায় শান্তিতে ও সুন্দরভাবে পালিত হোক তারই বার্তা দিলেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্রন্থাগার মন্ত্রী জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আজ গভর্নর হাউজের তার অফিসে |তিনি বলেন বাংলার প্রায় হাজার বছর ধরে ঈদুল আযহা তথা পশু কুরবানীর এই হুকুম মুসলমানরা অবনত শিরে পালন করে আসছে | এ ধারায় কোনরূপ ছেদ পড়েনি। এটি একটি পবিত্র পর্ব ভিন্ন ধর্মের মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থ সম্পদ ও আত্মত্যাগের মহিমাই কুরবানী |এছাড়া এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদের সম্মানীয় ইমাম ঈদের নামাজের ইমাম জমিয়তে উলামায়ে হিন্দু সংগঠন , ইসলামী হিন্দু সংগঠন এবং সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ | তাই আগামী দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সকলের কাছে আবেদন করেন কুরবানী পালনে যাতে সুস্থভাবে, সুন্দরভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন | ছবি সুবল সাহা