শারদীয়া দুর্গোৎসবে বিশেষ ভাবে সক্ষম মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ‘সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশন’
মৃত্যুঞ্জয় রায় ,
আর্থিক ভাবে পিছিয়ে পড়া বিশেষ ভাবে সক্ষম মানুষদের দুর্গা পুজোর আনন্দে সামিল করতে , সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। ১৫ অক্টোবর রবিবার , উত্তর কলকাতার হেদুয়া পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা একশোজন দৃষ্টিহীন নারী ও পুরুষের হাতে নতুন শাড়ি , সালোয়ার-কামিজ , টি শার্ট ও জুতো তুলে দেওয়া হয়।
২০২১ সাল থেকে সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশন এই কাজ করে আসছে। এই কাজে আর্থিক ব্যয় বহন করে সংস্থার সদস্যরাই।
সংস্থার যুগ্ম সম্পাদক কাজল কান্তি দাস জানিয়েছেন , শারদীয়া দুর্গোৎসবের সময় এই সব মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই তাঁদের লক্ষ্য।