শারদীয়া দুর্গোৎসবে বিশেষ ভাবে সক্ষম মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ‘সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশন’

Spread the love

শারদীয়া দুর্গোৎসবে বিশেষ ভাবে সক্ষম মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ‘সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশন’

মৃত্যুঞ্জয় রায় ,

আর্থিক ভাবে পিছিয়ে পড়া বিশেষ ভাবে সক্ষম মানুষদের দুর্গা পুজোর আনন্দে সামিল করতে , সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। ১৫ অক্টোবর রবিবার , উত্তর কলকাতার হেদুয়া পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা একশোজন দৃষ্টিহীন নারী ও পুরুষের হাতে নতুন শাড়ি , সালোয়ার-কামিজ , টি শার্ট ও জুতো তুলে দেওয়া হয়।
২০২১ সাল থেকে সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশন এই কাজ করে আসছে। এই কাজে আর্থিক ব্যয় বহন করে সংস্থার সদস্যরাই।

সংস্থার যুগ্ম সম্পাদক কাজল কান্তি দাস জানিয়েছেন , শারদীয়া দুর্গোৎসবের সময় এই সব মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই তাঁদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *