শারদীয় সাবেকিয়ানা প্রতিযোগিতা হলো বর্ধমানে
সাধন মন্ডল,
ঈশ্বরী পাটনী চরিত্র টি কোথায় দেখা যায়? প্রশ্নকর্তা বর্ধমান পৌরসভার উপ পৌর প্রশাসক আইনুল হক। স্থান বর্ধমান অগ্নিসাক্ষী বিয়ে বাড়ি।উপলক্ষ বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে আয়োজিত সাবেকিয়ানার সন্ধানে প্রতিযোগিতা।বুধবার অভিনব এই চিত্র দেখল বর্ধমান বাসী। প্রতিবছরের ন্যায় বর্ধমান সহযোদ্ধা’ আয়োজন করেছিল সাবেকিয়ানার সন্ধানে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মালা গাঁথা, আলপনা দেওয়া, ধুনুচি নাচের মতো তিনটি প্রায় হারিয়ে যাওয়া কলা কে প্রতিযোগিতায় উপস্থিত প্রায় ৪০ জনের মতো প্রতিযোগী যাদের মধ্যে প্রথম দ্বিতীয় কে সহযোদ্ধার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, বর্ধমান সংশোধনাগারের সমাজ কল্যাণ আধিকারিক ব্রততী বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক সৌমিক ঘোষ সহ অন্যান্য। আজকের এই ব্যস্ততম যুগে যখন সকলেই মোবাইলে অ্যাডিক্টেড তখন এই ধরনের অভিনব প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করেন উপস্থিত সকল ব্যক্তিবর্গরা। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।