শারদ আকাশে শিল্পের ছটা, শ্রেষ্ঠত্বের খোঁজে আসছে ‘শারদ সেরা শিরোপা’

Spread the love

শারদ আকাশে শিল্পের ছটা, শ্রেষ্ঠত্বের খোঁজে আসছে ‘শারদ সেরা শিরোপা’


কলকাতা: শরতের আকাশ জুড়ে পেঁজা তুলোর আনাগোনা আর বাতাসে শিউলির গন্ধ— পুজো এসে গেছে। কলকাতা যখন বিশ্বের সর্ববৃহৎ আর্ট গ্যালারিতে পরিণত হয়, তখন সেই শিল্পের শ্রেষ্ঠ কারিগরদের সম্মান জানাতেই ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট-এর বিশেষ উদ্যোগ ‘শারদ সেরা শিরোপা’। কর্ণধার শুভজিৎ বোসের নেতৃত্বে এই সম্মাননা এবারও শহরের সেরা শিল্পভাবনাকে কুর্নিশ জানাতে প্রস্তুত।

সোমবার এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই শারদ পরিক্রমার সূচনা করা হয়। শুভজিৎ বোস জানান, “আমাদের এই সম্মাননা বাজেটের বহর দেখে বিচার করে না, বরং কুর্নিশ জানায় ভাবনার গভীরতা, সৃজনশীলতা আর সামাজিক বার্তাকে।” প্রায় ৫০০ পুজো কমিটির আবেদনই প্রমাণ করে, এই উদ্যোগ কতটা সাড়া ফেলেছে।

তৃতীয়া থেকে ষষ্ঠী, একদল শিল্পরসিক পরিক্রমায় বেরোবেন শহরের অলিতে-গলিতে। ঐন্দ্রিলা, চন্দ্রিমা, নার্গিস, রোহান, কৃষ, স্নেহা, কাকুলি এবং ইলোরার মতো বিচারকদের নিপুণ দৃষ্টিতে প্রথমে ১০০, তারপর ৫০ এবং শেষে চূড়ান্ত ১২টি পুজোকে বেছে নেওয়া হবে। এই যাত্রাপথে গ্ল্যামার যোগ করতে থাকছেন মডেল ঋতু, সুস্মিতা, সিদ্ধার্থ, টুকটুক, সাথী, মুজিবা, অন্বেষা, তপন এবং তাদের রূপসজ্জায় থাকবেন স্নেহা, তৃষা, গৌতম, সুস্মিতা, প্রিয়াঙ্কা ও পিয়ালীর মতো দক্ষ মেকআপ শিল্পীরা।

সেরা পুজো, সেরা প্রতিমা থেকে শুরু করে পরিবেশবান্ধব পুজোর মতো একাধিক বিভাগে দেওয়া হবে এই সম্মান। “শিল্পীর মান, শারদীয়ার শ্রেষ্ঠ সম্মান”— এই মন্ত্রকে পাথেয় করেই শুরু হচ্ছে সেরার সেরা búsqueda।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *