শালতোড়ার স্কুলে শারীর শিক্ষা শিক্ষণ শিবির

Spread the love

শালতোড়ার স্কুলে শারীর শিক্ষা শিক্ষণ শিবির

সাধন মন্ডল বাঁকুড়া:——–
শিশু বয়স থেকেই শরীর শিক্ষার প্রতি আকর্ষণ বাড়াতে গত১৮-২০ ডিসেম্বর ২০২৩ শালতোড়া ব্লকের কৃষ্ণপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এর উদ্যোগে ও বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের
পরিচালনায় স্কুল প্রাঙ্গণে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত
ছাত্র ছাত্রীদের নিয়ে শারীর শিক্ষা শিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ।শিবিরে বিভিন্ন বিদ্যালয় এর ১১০জন শিক্ষার্থী অংশ গ্ৰহণ করে ।
পরিসমাপ্তি অনুষ্ঠানে শিক্ষার্থীরা সমষ্টি ব্যায়াম, যোগাসন ও জিমন্যাস্টিক্সের বিষয়ে অভিপ্রর্দশণী করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
শিবিরে প্রশিক্ষণ দেন অসীম নন্দী ও অশ্বিনী ধবল ।পরিসমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের বিডিও সৌমাল্য ঘোষ, শালতোড়া কলেজের সভাপতি সন্তোষ কুমার মন্ডল, সংঘের তরফে বিধান চন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তণ ক্রীড়া শিক্ষক মৃত্যুঞ্জয় চন্দ, শালতোড়া পাথর বাঁচাও কমিটির সভাপতি প্রিয়দর্শী চক্রবর্তী, সম্পাদক নীলমাধব মাঝি, কৃষ্ণপুর বিদ্যালয় এর প্রধান শিক্ষক তথা মূল উদ্যোক্তা উদয় মন্ডল সহ পশ্চিম চক্রের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ। মৃত্যুঞ্জয় বাবু, বলেন বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ বিগত ৫০বছর ধরে জেলার ছাত্র ছাত্রী ও যুব সমাজের শারীরিক,মানসিক ও চারিত্রিক উন্নতি বিধান এবং বিভিন্ন খেলাধূলার শিক্ষাদান ই আমাদের উদ্যেশ্য
ও লক্ষ্য । সংঘের সম্পাদক রবিন মন্ডল বলেন বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ আজ পঞ্চাশ বছর ধরে জেলার শরীর শিক্ষা শিবির কখনো আবাসিক কখনো অনাবাসিক করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *