শালবনীতে হুল দিবস পালন

Spread the love

শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস , পঞ্চায়েত সমিতির উদ্যোগে নির্মিত আদিবাসী সম্প্রদায়ের জন্য আসমানচক ভঞ্জমুলুক কমিউনিটি হলে কোভিদ বিধি মেনে হুল দিবস পালন করা হয় , উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি বিভাগের কর্মাধ্যক্ষ সম্মানীয় নেপাল সিংহ মহাশয় , পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি , শালবনী ব্লকের বিডিও সাহেব প্রণয় দাস মহাশয় , ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত কোনার , পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বুলবুল হাজরা , পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবদুল কাশেম খান , সন্দীপ সিংহ , নিবেদিতা বন্দ্যোপাধ্যায় , শুকলাল মান্ডি , বুল্টি সিং , প্রমুখ , ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় , আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *