শাহজাহান কে নিয়ে আসরে বিজেপি, এবার খুনের মামলায় সিবিআই দাবি

Spread the love

পারিজাত মোল্লা,

চলতি সপ্তাহে  কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে পুরাতন দুটি খুনের মামলায় পুনরায় তদন্ত সর্বপরি সিবিআই – এনআইএ চেয়ে আদালতের দারস্থ নিহতদের পরিবার। উত্তর ২৪ পরগনার  সন্দেশখালির তৃণমূল নেতা শাহাজানের শেখের বিরুদ্ধে মূলত  খুনের অভিযোগ। মামলাকারীরা যথাক্রমে  পদ্মা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল। এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন  বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেতেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। জানা গেছে গত ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালিরই বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল খুন হন।রাজ্য গোয়েন্দা সংস্থা  সিআইডি তদন্ত করে চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।গত বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে খুন হয়েছিলেন তিন বিজেপি কর্মী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, -‘ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে ওই এলাকাতে সমান্তরালভাবে প্রভাব ছড়াচ্ছিল বিজেপির। এলাকার ওই তিন বিজেপি কর্মী সংগঠনের বিষয়টি দেখতেন। তার জেরেই তাঁদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল ‘। গত সপ্তাহে সন্দেশখালি তে ইডি আক্রান্ত হওয়া পরবর্তীতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টি নিয়ে সুর চড়ান।প্রথম থেকেই এই মামলায় মূল অভিযুক্তদের তালিকায় ছিলেন শেখ শাহজাহান। কিন্তু দেখা যায়, পরে যখন চার্জশিট তৈরি করা হয়, তাতে নাম ছিল না শেখ শাহজাহানের। এবার চার বছর পর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এই খুনের মামলা। উঠছে সিবিআই ও এনআইএ তদন্তের দাবি।চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *