শিকার

Spread the love

শিকার

রাকা ভট্টাচার্য্য (কলকাতা)

রাষ্ট্রের ঠোঁটে গোপন প্রেম
একটা লাল টুসটুসে ফল এ হাত ও হাতে
প্রলোভনের লোফালুফি খেলতে খেলতে
ছুঁড়ে দেয় জনগণের সম্মিলিত উৎসাহী ভিড়ে,
রসসিক্ত আপেলের আশায় চকচকে চোখগুলো
ছিনিয়ে নেওয়ার হুড়োহুড়িতে
কেউ পদপৃষ্ঠ, কেউ খণ্ড বা ভগ্ন।

বিধ্বস্ত দিনের শেষে
সূর্য যখন ময়দান পটচিত্রে
অস্তগামী, তখন বিপন্ন জনতার সবটুকু মুখরিত আশা শুষে নীরবতার আগুন ওঠে জ্বলে।

লাল টুকটুকে ফল ফেটে গেছে
বুভুক্ষু জনতার উৎসাহী চাপে,
বেরিয়ে এসেছে ছলনা
বঞ্চনা,চূড়ান্ত ধুর্তামির কুৎসিত বিষ্ঠা।
মুর্খ সাদাসিধা জনগণ
কেউ কেউ নিজেদের ব্যর্থতা ধরে নিয়ে বলেছিল-
ফলটা মাকাল ছিল।

কিছু মেরুদণ্ডী বোদ্ধা আওয়াজ তুলেছিল
রোদ ঝড় বৃষ্টি মাথায় করে ফেস্টুনে প্রতিবাদী ব্যঙ্গ কল্পনা এঁকে
তুমুল শ্লোগানে মাতাল করেছিল
বাংলার জনপদ রাজপথ।
তারপর একে একে বিক্ষুব্ধ দিন আর রাত্রির নীচে
বছর থেকে বছর গড়িয়ে ধর্না, অনশন,মস্তক মুন্ডন আরো কত কী!

কোলের শিশুর কান্না, নিরন্ন বাবা মা, এই সব কিছুই প্রতিবাদী চরিত্রগুলিকে
বলদ করে ফিরিয়ে দিয়েছে ঘরে।
অথবা কেউ কেউ একেবারে ওপারে।
রাষ্ট্রযন্ত্র রাজ্যের চাকায় চড়ে বধ করে চলেছে
গোটা দেশটার সার্বভৌমত্ব।
বেকারত্ব, ধর্মত্ব, আর নারীত্ব
একসাথে পিন্ডি চটকে মাকাল ফলের পেটে।

মাঝে মাঝেই মাকাল ফল এভাবেই ফেটে যায়,
মরে যায় নিম্নবিত্ত আশাবাদী শিক্ষিত জনগণ,
মধ্যবিত্ত দিন আনে,আর দিন গোনে।
বেঁচে থাকে উঁচু তলা,
বেঁচে থাকে শুধু হাস্যকর লোভী
ল্যাজনাড়া কুত্তার মত কিছু সাগরেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *