শিক্ষকের বিদায় সংবর্ধনা ও বইপ্রকাশ, লোকপুর উচ্চ বিদ্যালয়ে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- লোকপুর উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিমান চন্দ্র সাহা ও শিক্ষাকর্মী পূর্ণিমা সিংহকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন কবিতা পাঠ, সঙ্গীত ও নৃত্যপরিবেশন মাধ্যমে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। পাশাপাশি অনুষ্ঠানের বিদায়ী শিক্ষক বিমানবাবু তাঁর প্রথম কাব্যগ্রন্থ মিত্রকাল সরে গেছে -র আনুষ্ঠানিক প্রকাশ করেন এদিন বিদায় সংবর্ধনার মঞ্চ থেকে। উল্লেখ্য তিনি বহু বছর ধরে সাহিত্যচর্চায় নিয়োজিত রয়েছেন।অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে বইটি তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে লোকপুর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক মহঃ রফিক বলেন “আমাদের প্রিয় সহকর্মী বরাবরই শরীরচর্চা, সহিত্যচর্চায় নিমগ্ন থাকতেন, একধারে তিনি প্রকৃতিপ্রেমীও.. আজ আমাদের মানসিক কষ্টের দিন তবু তাঁর এই বই সাড়া ফেলেছে, আরও ফেলবে এই আশা রাখি।”