শিক্ষকের হাতে খুন হওয়া ছাত্রীর বাড়িতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী
সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ বীরভূম
অপহরণ করে ছাত্রীকে খুন শিক্ষকের, ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা জুড়ে রাজনীতি উত্তপ্ত। চলছে বিভিন্ন দলের সহানুভূতি, প্রশাসনিক তদারকি। সবমিলিয়ে মৃতদেহ উদ্ধারের পর থেকেই খুনি শিক্ষকের কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত বিভিন্ন রাজনৈতিক দলের। উল্লেখ্য বীরভূমের রামপুরহাট থানার বারমেসিয়া গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী নিখোঁজ থেকে খুন হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর সেই ঘটনায় তদন্তের গতিবিধি খতিয়ে দেখতে শুক্রবার রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে এবং অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্রের সাথে বিশেষ বৈঠক এবং সাংবাদিক সম্মেলন করলেন উপদেষ্টা ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিশু অধিকার সুরক্ষা দপ্তরের প্রাক্তন চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই খুনের পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত চালাচ্ছে। তিনি আরো বলেন পুলিশের বার বার জেরার মুখে পড়ে শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় নাবালিকাকে প্রথমে গলা টিপে শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলা হয় এবং তারপর প্রমাণ লোপাটের জন্য ধারালো অস্ত্র দিয়ে তার শরীরটাকে টুকরো টুকরো করে। সেই টুকরো গুলি তিনটি বস্তায় ভোরে একটি জলের মধ্যে ফেলে দেয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিশু অধিকার সুরক্ষা দপ্তরের প্রাক্তন চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী বলেন ওই তিনটি বস্তার মধ্যে দুটি বস্তার উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আর একটি বস্তা ও সেই ধারালো অস্ত্রটিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এলাকায় চরম উত্তেজনা থাকার জন্য পুলিশের তদন্তে একটু অসুবিধা হচ্ছে। তবে অতিসত্বর পুরো বিষয়টির তদন্ত সম্পন্ন করবে পুলিশ বলে তিনি আশাবাদী। অন্যদিকে পৃথক পৃথক ভাবে রাজনৈতিক দলের পক্ষ থেকে মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশিষ ব্যানার্জি সহ তৃনমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৃন্দ। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিধায়ক মিল্টন রসিদ। বাংলা সংস্কৃতি মঞ্চের জেলা কমিটির সদস্য রাজকুমার ফুলমালী, সুদীপ্ত দাস, আমিনুল হোসেন প্রমুখ।অভয়া মঞ্চের প্রতিনিধি হিসেবে ছিলেন ডাক্তার শুক্লা কুন্ডু,পৌষালী গোস্বামী ও পিয়ালী দাস। আই এস এফ এর পক্ষ থেকে বীরভূম জেলা কমিটির সদস্য মনসুর রহমান খান ও শেখ জসিম সহ এক প্রতিনিধি দল মৃতা ছাত্রীর বাড়ির পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর বলেন নওশাদ সিদ্দিকী আপনাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। ন্যায় বিচারের জন্য আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় রাজপথেও নামতে বাধ্য হব।