শিক্ষক
তৃণা মুখার্জি
শিক্ষক বা গুরু, যাঁদের ছায়ায় আমরা পরবর্তীকালে বৃহৎ বৃক্ষ হওয়ার প্রেরণা পাই।
কখনো বকুনি ,আবার কখনো একরাশ ভালোবাসা।
অনেকটা এক আকাশের মেঘ আর বৃষ্টির মত।
পরিণত ,পরিপূর্ণ হতে শেখায়।
শিক্ষক।
গুরু।
অভিভাবক।
ছাত্র জীবন হোক কিংবা সংসারিক জীবন প্রত্যেকটি মানুষ আমাদের শিক্ষা দেয়।
কেউ শিক্ষা দেয়, প্রতিষ্ঠিত হওয়ার।
কেউবা এগিয়ে যাওয়ার ,কেউ বাঁচার।
কেউ সঠিক মূল্যবোধের।
শিক্ষক মানে……
এক রাগী, চশমা পরা গম্ভীর মানুষ নয়।
শিক্ষক মানে…….
আছি তো, চিন্তা কি , ভরসা দেওয়া ব্যক্তিত্ব।
যাঁদের কাছে প্রশ্নের বান নিক্ষেপ করলে একটা একটা বান উত্তরের ফুল হয়ে ফেরত আসে।
শ্রদ্ধায় নত হয়ে যায় মাথা।
ক্ষুদ্র ভাষা দ্বারা যা প্রকাশ করা সম্ভব নয়।
শিক্ষক মানে…..
প্রণামের মধ্যে শান্তি আর আশীর্বাদে অনেক আশার আস্ফালন।
প্রণাম সেইসব প্রকৃত শিক্ষাগুরুদের যাঁরা প্রণাম ও শ্রদ্ধার আসল মানে বুঝিয়ে , এক প্রকৃত উপলব্ধি করা সঠিক মানুষ গড়তে সাহায্য করে চলেছেন।