শিক্ষক দম্পতির মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার,তাদের বিবাহ বার্ষিকীতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ভিন্ন আঙ্গিকে তথা ভিন্ন ভাবনায় ভাবিত শিক্ষক দম্পতি তাদের বিবাহ বার্ষিকীতে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন।ঘটনাটি বীরভূমের দুবরাজপুর পৌরসভা এলাকার স্টেশন পাড়ার বাসিন্দা শিক্ষক দম্পতি হচ্ছেন কৌশিক মাহাতা ও অন্তরা মাহাতা। উল্লেখ্য,জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে সাধারণত ধুমধাম সহকারে আত্মীয় স্বজনদের নিয়ে ভূরিভোজের আয়োজন করা হয়ে থাকে।কিন্তু শনিবার উক্ত শিক্ষক দম্পতি তাঁদের ২০ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে সমাজ সচেতনতায় তারা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন। এদিন দুর্গাপুর ব্লাইণ্ড রিলিফ সোসাইটির প্রতিনিধি সহ প্রচেষ্টা নামক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অভীক মিশ্র তাদের বাড়িতে বসে নির্দিষ্ট ফর্মে সই করিয়ে অঙ্গীকারবদ্ধ করান। এদিন শিক্ষক কৌশিক মাহাতা জানান, আমরা আজ মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলাম। সমাজ যাতে এরকম কাজে এগিয়ে আসে। মৃত্যুর পরে পুড়িয়ে দেওয়ার নিয়ম। সেক্ষেত্রে না পুড়িয়ে যদি আমাদের চোখ কোনো দৃষ্টিহীন মানুষের কাজে লাগে তাহলে তাঁরা তাদের দৃষ্টি ফিরে পাবে। আমাদের যেমন ভালো লাগবে, তার পরিবারের লোকজন ও আনন্দিত হবেন চোখের আলো ফিরে পেয়ে। শিক্ষিকা অন্তরা মাহাতা জানান, আজকের এই বিশেষ দিনে আমরা স্বামী-স্ত্রী মিলে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলাম। আমাদের মৃত্যুর পর যদি আমাদের চোখ কারোর কাজে লাগে তাহলে খুব আনন্দিত হব।