শিক্ষক দিবসে ফ্রন্টপেজে অ্যাকাডেমিতে সংবর্ধিত মাওলানা মঞ্জুর আলম

Spread the love

শিক্ষক দিবসে ফ্রন্টপেজে অ্যাকাডেমিতে সংবর্ধিত মাওলানা মঞ্জুর আলম

রফিকুল হাসান,

সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্টপেজ অ্যাকাডেমি শিক্ষক দিবসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইসলামি হাদিস শাস্ত্রের বিদগ্ধপণ্ডিত মাওলান মঞ্জুর আলমকে সংবর্ধিত করল। ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনায় ঘেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান মুহম্মদ কামরুজ্জামান, ফ্রন্টপেজ বি.এড. কলেজের অধ্যক্ষ ড. সুনীপা দত্ত, ফ্রন্টপেজ অ্যাকাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক আলি মহম্মদ, ফ্রন্টপেজ অ্যাকাডেমি ফর গার্লসের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মাওলানা বাহাউদ্দিন প্রমুখ।
শিক্ষক দিবস পালন করা করা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনকে সামনে রেখে। অনুষ্ঠানে তাঁর শিক্ষা ও কর্মময় জীবন নিয়ে আলোচনা হয়। অধ্যাপক মঞ্জুর আলম আজকের শিক্ষার গুণগত মান নিয়ে আলোচনা করেন। কীরকম শিক্ষা দিলে ছাত্রছাত্রীরা আদর্শ মানুষ হবে সেই শিক্ষা গ্রহনের উপর জোর দেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুজ্জামান ছাত্রদের উদ্দেশে বলেন আদর্শ শিক্ষক হতে হলে আগে আদর্শ ছাত্র হতে হবে। আদর্শ ছাত্র হতে পারলে আদর্শ শিক্ষক ও আদর্শ মানুষ হওয়া সহজ হবে।
শিক্ষক দিবস উপলক্ষে আবৃতি, বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা নাটক সহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *