শিক্ষক দিবসে রাইপুর থানা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা
শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:-, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস এই উপলক্ষে সারাদেশ জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয় সমস্ত স্তরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শিক্ষক মহান দার্শনিক ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে । বিভিন্ন সংগঠন যেমন এই দিনটি পালন করেন তেমনি শিক্ষকদের সম্মান জানাতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসনও। এই শিক্ষক দিবসে জঙ্গলমহলের রাইপুর থানাপুলিশ প্রশাসন শিক্ষক সমাজের প্রতি শুভেচ্ছা বার্তা দিতে রাইপুর এলাকার শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক ও জাতীয় শিক্ষকের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান। রাইপুর থানা শুভেচ্ছা জানানোর মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি শুভেচ্ছা বার্তা দেন। এই উদ্যোগের মাধ্যমে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিকভাবে বিভিন্ন সময়ে সমাজের ভিন্ন ভিন্ন পেশার মানুষের প্রতি সৌহার্দের বার্তা দিতে এগিয়ে আসেন। রাইপুর থানা আইসি পলাশ কুমার বারিক এর উদ্যোগে থানার পুলিশ অফিসার ষষ্ঠী চরণ সিনহা তার দুই সহকর্মীকে নিয়ে বিশিষ্ট শিক্ষক মশায়দের বাড়িতে হাজির হন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, পরীক্ষিত কামিল্যা, জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত।