শিক্ষক দিবস, বিদ্যাসাগর জয়ন্তী ও আইনি সচেতনতা সভা
সেখ সামসুদ্দিন, ১৩ অক্টোবরঃ মেমারি খাঁড়ো হাই মাদ্রাসা স্কুলে শিক্ষক দিবস, বিদ্যাসাগর জয়ন্তী ও আইনি সচেতনতা সভা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকন্ঠ কর্মকার জানান নিম্নচাপ ও রাজ্য সরকারের হঠাৎ ছুটি ঘোষণায় নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান না করতে পারায় আজ শিক্ষক দিবস ও বিদ্যাসাগরের জন্মদিন একযোগে পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নৃত্য, সঙ্গীত, গজল-নাটক পরিবেশন, কবিতা ও আবৃত্তি পাঠ করে। চারটি গ্রুপের মাধ্যমে প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং সেরা গ্রুপকে ট্রফি দেওয়া হয়। পরে বাৎসরিক পরীক্ষায় ঐ চারটি গ্রুপের মধ্যে যারা ভাল ফল করবে তাদের কাছে চলে যাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার ট্রফি। ফলে সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের মান উন্নয়ন তাগিদ অনুভব করানো যায়। এছাড়াও পূর্ব বর্ধমান জেলা আইনি পরিসেবা অথরিটির সহযোগিতায় ছাত্রছাত্রীদের পকসো আইন সহ মোবাইল ফোন ব্যবহার ও বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে সচেতনতায় সভা করা হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকাগণ এবং আইনি পরিসেবা অথরিটির প্রতিনিধি টিম।