শিক্ষার্থীদের “স্যার সচেতনতায়” রাহানা মাদ্রাসার স্যারেরা।

Spread the love

শিক্ষার্থীদের “স্যার সচেতনতায়” রাহানা মাদ্রাসার স্যারেরা।

উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা রাহানা সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে এসআইআর সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সচেতনতা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক জনাব মাওলানা রিজওয়ানুল করিম। এসআইআর বিষয়ে বক্তব্য রাখেন, মাদ্রাসার টিআইসি মাওলানা মোফাজ্জল হক, মাওলানা আব্দুর রশিদ মন্ডল, সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, সিরাজুল মন্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন, মুফতি মহঃ সাইফুদ্দিন, সিরাজুল মন্ডল, রাখি দেবনাথ, মোফাজ্জিলা খাতুন। টিআইসি মাওলানা মোফাজ্জল হক সাহেব বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে একাধিক শিক্ষক-শিক্ষিকা বিএলও কাজে ব্যস্ত থাকায় মাদ্রাসায় একটু হলেও ক্লাস চালাতে সমস্যা হচ্ছে, তারপরও শিক্ষক-শিক্ষিকারা বাড়তি ক্লাসের বোঝা নিয়ে পঠনপাঠন চালিয়ে যাচ্ছে। কোন শিক্ষার্থী তার বাবা-মায়ের এসআইআর ফর্ম ফিলাপ করতে যদি আমাদের সাহায্য নেয় আমরা অফিসিয়ালি করে দেব।
এদিন শতাধিক ছাত্র ছাত্রীদের সম্মুখে
এবিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে আবু সিদ্দিক খান বলেন, এসআইআর হলো বোধহয় এনআরসির প্রথম ধাপ। তাই আমাদের সুচারু ভাবে এবং অত্যন্ত সচেতনতার সাথে ফর্মটি ফিলাপ করতে হবে। ভুল হলে সমস্যা হতে পারে। আমাদের আলোচনা সভার উদ্দেশ্য, শিক্ষার্থীরা ফর্ম ফিলাপের বিষয়ে অবগত হলে পিতা-মাতারা উপকৃত হবে এবং আমাদের অফ্ পিরিয়ডে বা টিফিনের সময়ে অভিভাবক-অভিভাবিকারা এলে আমরা সাধ্যমত চেষ্টা করবো সহায়তা দেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *