শিক্ষার পথে স্বাধীনতা: ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, মুখুল মাধব ফাউন্ডেশন ও FICCI FLO কলকাতার সাইকেল বিতরণ উদ্যোগ

Spread the love

শিক্ষার পথে স্বাধীনতা: ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, মুখুল মাধব ফাউন্ডেশন ও FICCI FLO কলকাতার সাইকেল বিতরণ উদ্যোগ

সুবল সাহা,

কলকাতা, ১৬ অক্টোবর ২০২৫ – ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (FIL)-এর CSR শাখা মুখুল মাধব ফাউন্ডেশন (MMF) FICCI FLO কলকাতার সহযোগিতায় একটি সাইকেল বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য গ্রামীণ এলাকার ছাত্রীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা এবং চলাচলের মাধ্যমে স্বাধীনতা ও মর্যাদার অনুভূতি জাগানো।

মুখুল মাধব ফাউন্ডেশন বহু বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণের ক্ষেত্রে কাজ করে চলেছে। এর লক্ষ্য হলো সমাজে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক উন্নয়ন ঘটানো। গত দুই বছরে, ফাউন্ডেশনটি ভারতের বিভিন্ন FLO চ্যাপ্টারের সঙ্গে যৌথভাবে গ্রামীণ জীবিকা উন্নয়ন প্রকল্পে কাজ করছে।

FLO-র গ্রামীণ জীবিকা বিভাগ নারীদের জন্য টেকসই জীবিকার সুযোগ তৈরি, অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও জীবিকা সক্ষমতা কর্মসূচির মাধ্যমে FLO নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার পথ তৈরি করছে।

এই বছরের সাইকেল বিতরণ কর্মসূচি সেই সহযোগিতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। সারা দেশে ৩০০-রও বেশি সাইকেল বিতরণ করা হচ্ছে যাতে গ্রামীণ এলাকার মেয়েরা নিরাপদে স্কুলে যেতে পারে এবং মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।

মুখুল মাধব ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি ও ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের CSR প্রধান, মিসেস ঋতু ছাবরিয়া বলেন:

“শিক্ষা হলো ক্ষমতায়নের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে দূরত্ব বা চলাচলের অভাব কোনো মেয়ের শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। একটি সাধারণ সাইকেল একটি মেয়ের জীবনের গতিপথ বদলে দিতে পারে – তাকে নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে স্কুলে পৌঁছাতে সাহায্য করতে পারে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা:
শ্রীমতি তুলিকা দাস, চেয়ারপার্সন, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন (WBCPCR)
শ্রীমতি অনন্যা চক্রবর্তী, সদস্য, WBCPCR
চলচ্চিত্র অভিনেত্রী ও নৃত্যশিল্পী জয়া সিল ঘোষ
শিক্ষিকা ও সামাজিক মাধ্যম প্রভাবক কোনিনিকা দে

FICCI FLO কলকাতার চেয়ারপার্সন মিসেস নিধি ঝুনঝুনওয়ালা বলেন:

“FICCI FLO-তে আমাদের লক্ষ্য সবসময়ই টেকসই উদ্যোগের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করা। এই সাইকেল বিতরণ কর্মসূচি কেবল একটি প্রতীক নয়—এটি স্বাধীনতা, সুযোগ এবং শিক্ষার ধারাবাহিকতার প্রতীক। মুখুল মাধব ফাউন্ডেশন ও ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে একত্রে আমরা আত্মবিশ্বাসী ও স্বাধীন নারীদের এক নতুন প্রজন্ম তৈরি করছি।”

এই যৌথ উদ্যোগ শিক্ষা, ক্ষমতায়ন ও সমতার মাধ্যমে সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টির প্রতিশ্রুতি প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *