শিরোনাম –দুই প্রজন্মের সাক্ষাৎ
বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –০৮/১০/২০২৪
একটা শুনসান স্টেশন —
রেল পাতগুলো শুয়ে আছে বরাবর
বুক পেতে আছে একের পর এক ফিসপ্লেট
দু ধারের গ্রানাইট টুকরো শব্দ বিলাসী
বুকে নিতে চায় ট্রেন আসার আনন্দ – কম্পন ।
হঠাৎ লাল সিগন্যাল সবুজ হ’লো
আকাশ তাকিয়ে ,হাওয়া বিব্রত ,গাছেরা খুব খুশি
মুখর হয়ে উঠলো স্টেশনটা — ট্রেন আসছে !
আপ থেকে ডাউনে নেমে এলো
‘ বন্দে ভারত ‘ — এক নম্বরে ,
দুই নম্বরে আপে ছুটে আসা ট্রেনটা দাঁড়ালো
— পুঁ ঝিকঝিক , পুঁ ঝিকঝিক , পুঁ ঝিকঝিক …
কেউ এটাতে ,কেউ ওটাতে ওঠার তোড়জোড় করলো
আবার স্টেশনটা সেই আগের মতো শুনসান।