শিশির মঞ্চে সানসাইন সঙ্গে আবৃত্তিওয়ালা এক মনোজ্ঞ নাট্য সন্ধ্যা
ফারুক আহমেদ
২ জুলাই কোলকাতা শিশির মঞ্চে আগরপাড়া সানসাইন ফাউন্ডেশন আয়োজন করেছিল এক মনোজ্ঞ নাট্য সন্ধ্যার। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদীপ ভট্টাচার্য, আশিস দাস, সৌমেন পাল ও প্রাবন্ধিক গোবিন্দ বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি অসাধারণ দক্ষতার সঙ্গে উপস্থাপনা করেছেন আবৃত্তিওয়ালা ড. পিনাকী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বেহালায় সুর পরিবেশন করেন বসুন্ধরা সিনহা ও বাংলার ঢোলে সিদ্ধার্থ মিস্ত্রি। এই সন্ধ্যায় অন্যতম আকর্ষণ ছিল ড. পিনাকী চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কবিতা-অভিনয় ‘জুতা আবিষ্কার।’ নিবেদনে আবৃত্তিওয়ালা। মঞ্চসজ্জায় ছিলেন বামদেব সিনহা। নাটক ‘ফেসবুক কেলেঙ্কারি’ বর্তমান সময়ের সমাজ মাধ্যমের এক জীবন্ত জটিলতাকে হাসির মোড়কে উপস্থাপিত করেছেন নাট্যকার সৌমেন পাল । দ্বিতীয় নাটক ‘স্কন্দমঙ্গল’ পুরাণের এক কাহিনীকে অবলম্বন করে আবর্তিত হলেও বর্তমান সময়ের এক জীবন্ত সমস্যাকে সামনে আনে। নিঃসন্তান দম্পতির জীবন যন্ত্রণা -হতাশা ও তার থেকে এক মুক্তির পথ বলে দেয় এ নাটক। দুটি নাটক উপস্থাপনার ক্ষেত্রে নির্দেশক বামদেব সিংহ তার দক্ষতার ছাপ রেখেছেন। নাটকের কুশিলবেরাও তাদের চরিত্রের জায়গায় যথাযথ।