শিশু ও সাংস্কৃতিক উৎসব
প্রণব ভট্টাচার্য,উলুবেড়িয়া
কৈজূড়ী প্রয়াসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল শিশু ও সাংস্কৃতিক উৎসব। সংস্থার কর্ণধার সুকুমার হাজরার বাসভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। স্থানীয় বহু বিশিষ্ট মানুষ অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেন। দরিদ্র মানুষদের কম্বল বিতরণ করা হয়।
ক ও খ বিভাগে হয় অংকন প্রতিযোগিতা। প্রতি রবিবার অনুষ্ঠিত হওয়া ক্লাসের কৃতি পড়ুয়াদের পুরস্কৃত করা হয়।
সন্ধ্যায় বসে লোকগানের আসর।
উপস্থিত সকলের জন্য এদিন ছিল মধ্যাহ্নভোজনের ব্যবস্থা। সুকুমারবাবু জানান, উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন বয়সের বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে জমজমাট করে তোলে।