শিশু চলচ্চিত্র উৎসব – আমন্ত্রণ পত্র ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

Spread the love

শিশু চলচ্চিত্র উৎসব – আমন্ত্রণ পত্র ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

    এতো অনেকটা শিবহীন যজ্ঞের মত! আসানসোলের রবীন্দ্রভবনে হতে চলেছে অনুষ্ঠান, অথচ আমন্ত্রণ পাননি মেয়র সহ পৌরনিগমের আধিকারিকরা। একে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের মতে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 

  যদিও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি মেয়র বিধান উপাধ্যায় অস্বীকার করেন। তিনি বলেন, এটা সরকারি অনুষ্ঠান। এখানে নাম থাকা না থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। সরকার যা ঠিক মনে করেছে তাই করেছে। আমরা অনুষ্ঠানে যাব। 

  কংগ্রেস নেতা প্রসনজিৎ পুইতন্ডি বলেন,এটি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন। তবে মেয়রের নাম ছাড়া এত বড় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রকাশ হওয়া একেবারেই উচিত হয়নি।

   অন্যদিকে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত বলেন, আমরা যে নির্দেশ পেয়েছি তার ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে। তাছাড়া  আমন্ত্রণপত্রে জায়গা কম ছিল। তাই সকলের নাম দেওয়া সম্ভব হয়নি এবং তাড়াহুড়োয় কিছু নাম বাদ পড়েছে। 

    জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ শিশু কিশোর এ্যাকাডেমি ও সংস্কৃতি দফতরের উদ্যোগে   আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে শিশু চলচ্চিত্র উৎসব। মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নাম থাকলেও সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ তালিকায় নাম নাই আসানসোল পৌরনিগমের    মেয়র, চেয়ারম্যান সহ আধিকারিকদের। আর এটা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *