শিশু পাচার রোধে সচেতনতা মূলক কর্মসূচিহাওড়া মুসলিম হাইস্কুলে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ও ‘সঙ্কল্প টুডে’-র যৌথ উদ্যোগে জনসচেতনতা অভিযান

Spread the love

শিশু পাচার রোধে সচেতনতা মূলক কর্মসূচি
হাওড়া মুসলিম হাইস্কুলে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ও ‘সঙ্কল্প টুডে’-র যৌথ উদ্যোগে জনসচেতনতা অভিযান

মহম্মদ নইম,

সমাজে দিন দিন বেড়ে চলা শিশু পাচার নামক এক গভীর সংকটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাওড়া ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ও ‘সঙ্কল্প টুডে – লিগ্যাল অ্যাওয়ারনেস মিশন’-এর যৌথ উদ্যোগে হাওড়া মুসলিম হাইস্কুলে এক গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী এবং সমাজের অন্যান্য স্তরের মানুষকে শিশু পাচারের ভয়াবহতা, এর আইনি দিক এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে অবগত করা। অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী ও পুলিশ আধিকারিকগণ উপস্থিত হয়ে তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন এবং শিশু পাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর জোর দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি জনাব আবদুল কাইয়ুম আনসারী, সমাজকর্মী ইসলামুদ্দিন লালা, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইয়াসমিন খাতুন, সঙ্কল্প টুডে-র কর্ণধার তথা সম্পাদক জনাব ইমতিয়াজ এবং বিচারক শ্রী শ্যামল গুপ্ত।অ্যাডভোকেট আদর্শ পাণ্ডে তাঁর বক্তব্যে মানব পাচারের আইনি দিক নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন। ইমতিয়াজ ভারতীয় সঙ্কল্প টুডে সংস্থার চলমান কর্মকাণ্ড ও শিশুদের অধিকার সংরক্ষণে তাঁদের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
অন্যান্য উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল প্রধান শিক্ষক শামসাদ আলম, ডাঃ ইজহার আসিফ, জমিল আহমেদ, অমরজিত সিং, গুরুচরণ সিং সারল, জাহেদ হোসেন, বিলাল সাবের, নিয়াজ আহমেদ, আবদুর রউফ শামসাদ আলম, তানভীর আজিম ফরাজী, হামিদ হোসেন, ইফতেখার আহমেদ, খালিদ মাহমুদ প্রমুখ। তাঁরা সকলেই কর্মসূচিকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।অনুষ্ঠান চলাকালীন উপস্থিত সকলের মধ্যে তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয় এবং শিশুদের আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। শেষে সকল অংশগ্রহণকারী শিশু পাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকার ও ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করেন।
উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের জেল সার্ভিসের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্রীমতী শান্তি দাস এবং হাওড়া ডিএলএসএ-এর ইনচার্জ শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য-র পক্ষ থেকেও সক্রিয় সহযোগিতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *