শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত লোকপুর থানা পুলিশের।

Spread the love

শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত লোকপুর থানা পুলিশের।

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
শীতের তীব্রতায় সমস্ত স্তরের মানুষ জবুথবু। মধ্যেখানে শীতের তীব্রতা কিছুটা হ্রাস পেলেও ফের জাঁকিয়ে বসেছে শীত।অসহায় মানুষদের দূরাবস্থার দৃশ্যকে অনুভব করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ। সেই মোতাবেক বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর ধারা অব্যাহত। এদিন রবিবার লোকপুর থানার খড়িকাবাদ গ্রামে ৪২ জন, ভাড্ডি গ্রামে ২৪ জন ,হরিনাজোল গ্রামে ১০ জন,বারাবন মাদ্রাসায় ১০ টি, খন্নি মাদ্রাসায় ১০ টি,নওপাড়া মাদ্রাসায় ১৫ টি এবং লোকপুর গ্রামের মধ্যে অবস্থিত সাতটি মন্দির মিলিয়ে মোট ১২৫ খানা কম্বল বিতরণ করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য এপর্যন্ত লোকপুর থানার বিভিন্ন গ্রামের অসহায় মানুষদের পাশাপাশি মন্দির, মাদ্রাসা সহ সমস্ত কিছু মিলিয়ে প্রায় দুই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয় বলে সূত্রের খবর। শীতের মরসুমে শীতবস্ত্র হাতে পেয়ে স্বভাবতই সকলের মুখে হাসির রেখা ফুটে ওঠে। এদিন শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ ও প্রশান্ত রায় সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়াররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *