শীতবস্ত্র বিতরণ ভাতাড় থানায়

Spread the love

সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন ও ভিলেজ পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার্সদের শীতবস্ত্র প্রদান ভাতাড় থানায়। পূর্ব বর্ধমানের ভাতাড় থানার বিদায়ী ওসি অরুন কুমার সোমের উদ্যোগে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করেন পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়। সঙ্গে ছিলেন ডিএসপি ক্রাইম শ্বাশতী শ্বেতা সামন্ত। জানা যায় , ভাতাড় থানার বিদায়ী ওসি অরুণ কুমার সোমের রুটিন মাফিক বদলি। পূর্ব বর্ধমান জেলায় ডিআইবি পদে দায়িত্ব পেয়েছেন তিনি। মঙ্গলবার ভাতাড় থানা প্রাঙ্গনে সিভিক ভলেন্টিয়ারদের শীতবস্ত্র বিতরণ ও স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্মোচন করা হয়। প্রত্যন্ত গ্রামের কোন ঘটনা দুর্ঘটনা তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর পৌঁছান সিভিক ভলেন্টিয়ার্স ও ভিলেজ পুলিশরা। প্রচন্ড শীতের মধ্যেও দিবারাত্রি তাদের কর্তব্যের দৌলতে গ্রামেগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমন করতে সক্ষম হোন পুলিশ প্রশাসন। তাই সিভিক ভলেন্টিয়ার্স ও ভিলেজ পুলিশদের কাজের অনুপ্রেরণা যোগাতে ওসি অরুণ কুমার সোমের উদ্যোগে ৩০০ জন সিভিক ভলেন্টিয়ার্স ও ১৪ জন ভিলেজ পুলিশের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ভাতাড় থানার বিদায়ী ওসি অরুণ কুমার সোম বলেন, মানুষের মধ্যে বিবেক, চেতনা, মূল্যবোধ ও মানুষের মধ্যে ভাতৃত্ববোধের চেতনাবৃদ্ধির লক্ষ্যে ভাতাড় থানা প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উদ্মোচন করা হয়। এবং স্বল্প বেতনের মধ্য দিয়েও ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের অবদানকে স্বাগত জানিয়ে তাদের হাতে শীতের জাকেট তুলে দেওয়া হয়। বিদায়ী ওসির অরুন কুমার সোমের এরূপ উদ্যোগকে প্রশংসা করেছেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়। বিদায়ী ওসি অরুণ বাবুর প্রশাসনিক দক্ষতা ও সমাজকল্যান মূলক কাজের প্রশংসা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *