শীতবস্ত্র বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার, খয়রাসোলে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- দিন কয়েক ধরেই বেশ জাঁকিয়ে বসেছে শীত। এই শীতে বহু অসহায় মানুষকে ঠাণ্ডায় জবুথবু অবস্থায় রাতযাপন করার চিত্র দেখা যায়। রাস্তার ধারে পাশে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে মানুষের জটলা এবং তাদের মধ্যেও দেখা যায় ঠান্ডা থেকে একটু রেহাই পেতে আগুন পোহানোর চিত্র। সেই সমস্ত কথা অনুভব করে অসহায় দুস্থদের ঠান্ডার হাত থেকে একটু পরিত্রাণের লক্ষ্যে রবিবার খয়রাসোল ব্লকের সারসা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬৫ জন ব্যাক্তির হাতে শীতের কম্বল তুলে দিলেন ব্রাইটার ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবনী বাগ্দী, পঞ্চায়েত সদস্য সন্ধ্যা দাস, সমাজসেবী কাঞ্চন দে, সংগঠনের সম্পাদক কাঞ্চন ঘোষ, সভাপতি সুপর্না সাহা, কোষাধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিম, পিটার চৌধুরী, গৌরী প্রসন্ন সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন সংগঠনের সম্পাদক কাঞ্চন ঘোষ।