শেষ হলো জয় জোহার মেলা
শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া।:–জয় জোহার মেলার ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো আজ রাইপুর হাই স্কুল মাঠে।ট্রাই বেকারে রাইপুর মুলক গাতে গাঁওতা জয়লাভ করে। শিরোমণিপুর ফুটবল টিম বনাম রাইপুর মূলক গাতে গাঁউতার মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় রাইপুর হাই স্কুল ফুটবল মাঠে। এখানে উল্লেখ্য গত ৩রা মার্চ জয় জোহার মেলা শুরু হয়েছিল রাইপুর হাই স্কুল মাঠ সংলগ্ন ময়দানে আজ তার শেষ হলো। তিন দিন ধরে নানান সংস্কৃতি অনুষ্ঠান, আদিবাসী নৃত্য প্রতিযোগিতা সহ বিভিন্ন বিভাগের প্রদর্শনী ।স্বাস্থ্য বিভাগ, ডি আর এম এস ল্যাম্পস, শ্রম দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যান দপ্তর ,প্রাণী বিকাশ দপ্তর কৃষি দপ্তর সহ সাতটি বিভাগের স্টল ছিল যেখান থেকে সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা পেয়েছেন এবং সচেতনতার বার্তা পেয়েছেন। জয়ী ও বিজয়ী দলের অধিনায়কের হাতে হাতে ট্রফি তুলে দেন বিডিও হীরক বিশ্বাস, যুগ্ম বিডিও সুজয় ব্যাপারী।