শেষ হলো দুদিনের পঞ্চম হট্ট মেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
২৩শে এবং ২৪শে ডিসেম্বর কোলকাতার ‘মোহিত মৈত্র মঞ্চ’-তে অনুষ্ঠিত হল ‘৫ম হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’ । বরেণ্য পথপ্রদর্শক চলচ্চিত্রকার শ্রী বিমল রায়-কে উৎসর্গকৃত এই বারের উৎসব । ২০ টি দেশের বিভিন্ন ধারার স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হয় এই বছর ।
উৎসবের মূল উদ্যোক্তা আয়োজক তথা কার্য পরিচালক কৌশিক রায় (পাউ) – এর বার্তাবহ মজাদার চলচ্চিত্র ‘ভিড়ভ্রান্তি’-র বিশেষ প্রদর্শন হয় ।
উৎসবে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট যন্ত্রসঙ্গীত তথা শব্দ শিল্পী শ্রী অভিজিৎ ব্যানার্জী , বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী রমি চৌধুরী , চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক শ্রী সুমন্ত বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক মেঘ ব্যানার্জী , সাংবাদিক গোপাল দাস । অংশগ্রহণ করেন অভিনেত্রী দেবলীনা দত্ত, অভিনেতা সৌম্য ব্যানার্জী সহ ভারতের বিভিন্ন প্রদেশের তথা বাংলাদেশের বহু গুণী নির্মাতারা।
প্রকাশিত হয় সংগীত পরিচালক মেঘ ব্যানার্জীর মৌলিক গানের নতুন মিউজিক ভিডিও ‘ ফ্রাস্ট্রেশন-এর গান ‘।
লোকসঙ্গীত পরিবেশন করে ‘ দোতারা বাজাই ‘ লোকগানের দল।
প্রধান আয়োজন সহায়ক সৌমেন্দু দাস এবং চিত্রগ্রহণ সহায়ক তানবীর মন্ডল ।