শেষ হলো দুদিনের পঞ্চম হট্ট মেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩

Spread the love

শেষ হলো দুদিনের পঞ্চম হট্ট মেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

২৩শে এবং ২৪শে ডিসেম্বর কোলকাতার ‘মোহিত মৈত্র মঞ্চ’-তে অনুষ্ঠিত হল ‘৫ম হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’ । বরেণ্য পথপ্রদর্শক চলচ্চিত্রকার শ্রী বিমল রায়-কে উৎসর্গকৃত এই বারের উৎসব । ২০ টি দেশের বিভিন্ন ধারার স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হয় এই বছর ।
উৎসবের মূল উদ্যোক্তা আয়োজক তথা কার্য পরিচালক কৌশিক রায় (পাউ) – এর বার্তাবহ মজাদার চলচ্চিত্র ‘ভিড়ভ্রান্তি’-র বিশেষ প্রদর্শন হয় ।

উৎসবে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট যন্ত্রসঙ্গীত তথা শব্দ শিল্পী শ্রী অভিজিৎ ব্যানার্জী , বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী রমি চৌধুরী , চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক শ্রী সুমন্ত বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক মেঘ ব্যানার্জী , সাংবাদিক গোপাল দাস । অংশগ্রহণ করেন অভিনেত্রী দেবলীনা দত্ত, অভিনেতা সৌম্য ব্যানার্জী সহ ভারতের বিভিন্ন প্রদেশের তথা বাংলাদেশের বহু গুণী নির্মাতারা।

প্রকাশিত হয় সংগীত পরিচালক মেঘ ব্যানার্জীর মৌলিক গানের নতুন মিউজিক ভিডিও ‘ ফ্রাস্ট্রেশন-এর গান ‘।
লোকসঙ্গীত পরিবেশন করে ‘ দোতারা বাজাই ‘ লোকগানের দল।

প্রধান আয়োজন সহায়ক সৌমেন্দু দাস এবং চিত্রগ্রহণ সহায়ক তানবীর মন্ডল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *