শ্রমিক সংগঠনের রক্তদানে মন্ত্রী- সভাধিপতি
সেখ সামসুদ্দিন, ৫ জানুয়ারিঃ জামালপুর ব্লক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ একটি বড় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কেরিলী ওয়ান ডে নাইট লজে।এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা পরিষদের প্রাক্তন মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম, জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। প্রায় ২০০ জন রক্তদাতা আজকের এই শিবিরে রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কালনা হসপিটাল, কাটোয়া হসপিটালের ব্লাড ব্যাংক ও ক্যামরী ও টেরেসা হাসপাতাল ব্লাড ব্যাংকের হাতে। প্রত্যেক পুরুষ রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ একটি করে হেলমেট ও মহিলা রক্তদাতাদের হাতে একটি করে প্রেসার কুকার তুলে দেওয়া হয় বলে জানান মেহমুদ খান।